• সারাদেশ

    লক্ষ্মীপুরে পুকুরে মিলল ৮ ইলিশ!

      প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৩ , ৯:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরের একটি পুকুরে মাছ ধরার সময় ৮টি ছোট আকারের ইলিশ মাছ জালে ধরা পড়ে। প্রতিটি ইলিশ আকার ৭-৮ ইঞ্চির মতো হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া গেছে। পুকুরটি অবস্থান মেঘনা নদীর খুব কাছেই।



    স্থানীয়রা জানায়, মাকসুদুর রহমান মানিক নামের এক ব্যক্তি দুই সহযোগীকে নিয়ে তার বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ শিকারে নামেন। কয়েকবার পুকুরে জাল ফেলার পর মোট ৮ টি জাটকা ইলিশ উঠে আসে। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন। ভিডিওতে ইলিশ মাছগুলোকে লাফাতে দেখা গেছে।

    মানিক জানান, একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রামের মতো। সেগুলো তিনি রান্নার জন্য নিয়ে গেছেন।



    পুকুরে ইলিশ কীভাবে এলো প্রশ্নে স্থানীয়দের ধারণা, যেহেতু পুকুরটি নদীর কাছেই। জোয়ারের পানির সঙ্গে হয়তো ইলিশের পোনা পুকুরে ঢুকে পড়েছে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে।

    কমলনগর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সময় নদীর তীরবর্তী প্রায় সবগুলো পুকুর তলিয়ে গেছে। তখন হয়তো জোয়ারের পানির সাথে মাছগুলো ঢুকে পড়েছে।



    এর আগে গত বছরের নভেম্বরে একই উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে ১০ টি জাটকা ইলিশ পাওয়া যায়। সেটিও নদীর তীরবর্তী এলাকায়। তখন বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



    0Shares

    আরও খবর 4

    Sponsered content