• সারাদেশ

    বেনাপোল পোর্ট থানার আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২২ , ১১:২১:১৮ প্রিন্ট সংস্করণ

    খুলনা অফিস: পুলিশ জনতাই,জনতাই পুলিশ এই স্লোগান কে সামনে রেখে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ আয়োজনে মহান বিজয়-২০২২ দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



    বেনাপোল পোর্ট থানা প্রাঙ্গণে শনিবার ৩১ ডিসেম্বর বিকালে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ৮৫/১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শেখ আফিল উদ্দীন।



    বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মন্জু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাঃ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি ইমামুল হক মুকুল, সাঃসম্পাদক মোঃ নাসির উদ্দিন,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামানন, সাধারণ সম্পাদক সোহারব হোসেন,উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংবাদকর্মী,সংরক্ষিত মহিলা মেম্বার,নাীং নেতৃবৃন্দ,৮৯১/৯৯৫ শ্রমিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



    সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এস.আই অমিত কুমার দাস।



    আরও খবর 4

    Sponsered content