• পার্বত্য চট্টগ্রাম

    পাহাড়ী দুর্গম এলাকার এতিমখানায় “এক টাকায় আনন্দ” এর কম্বল বিতরণ

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২২ , ৭:০২:০৬ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা, চরম্বা, কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নের দূর্গম এলাকার বিভিন্ন এতিমখানায় মাত্র ১ টাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন মানবিক সংস্থা ‘এক টাকায় আনন্দ’।



    শনিবার ৩০ ডিসেম্বর সকালে উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার অসচ্ছল এতিমখানায় শতাধিক এসব উষ্ণতার কম্বল ১ টাকায় বিতরণ করা হয়।



    সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মাদ জাবের হোসাইন সাকিব জানান, দূর্গম এলাকা এবং যাতায়াতের জন্য দূরের পথ হওয়ায় যেখানে কোনো সহায়তা কেউ পৌঁছায় না ‘এক টাকায় আনন্দ’ মানবিক সংস্থার টিম সেখানে শীতবস্ত্র পাঠিয়ে তাদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।



    শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব, কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান সাকিব ও সদস্য আব্দুল আহাদ প্রমুখ।



    আরও খবর 29

    Sponsered content