• শিক্ষাঙ্গন

    এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২২ , ৮:১৫:৫৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিক্ষক সাইফুল ইসলাম ও শিক্ষিকা প্রজ্ঞা দত্ত এর সঞ্চালনায় অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন এর সভাপতিত্বে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।



    এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক শিল্পপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন্

    উদ্বোধক ছিলেন বান্দরবান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম শিক্ষাবোর্ড এর কলেজ পরিদর্শক প্রফেসর সুমঙ্গল মুৎসুদ্দী।



    বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, বেপজা কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মোমেন ও অত্র বিদ্যালয়ের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

    স্বাগত বক্তব্য রাখেন চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম।



    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহীন, শাহাদাত হোছাইন,আবদুল মজিদ, ইমতিয়াজ বিন সেলিম, তাসনোভা তাহরিন, মিতু বড়ুয়া, জয়নাব বেগম, আইরিন আক্তার,নাজরাতুল মামুর,জান্নাতুল ফেরদৌস,রিফাত ফারজানা, জোমরাতুন নূর, ফারিয়া মিলা, উম্মে নয়ন, মরিয়ম বেগম, নুমাইতুল জান্নাত প্রমূখ।

    অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে ফলাফল ও পুরস্কার তোলে দেন অতিথিরা।



    0Shares

    আরও খবর 31

    Sponsered content