• কক্সবাজার

    কুতুবদিয়ায় ব্লাড ডোনেটিং ক্লাবের তৃতীয় বর্ষ উদযাপন

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ১০:৪৫:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: দ্বীপ উপজেলা কুতু্বদিয়ায় ব্লাড ডোনেটিং ক্লাবের দ্বিতীয় বর্ষ উদযাপন ও তৃতীয় বর্ষে পদার্পন নিয়ে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে।

    শনিবার ২৪ ডিসেম্বর সকালে কুতুবদিয়া উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা নেজাম উদ্দিনের উপস্থিতিতে সংগঠনের পরিচালনায় মোহাম্মদ ছোটন,তৌহিদ, আবদুল্লাহ, এম,সালমান সাকিব, আনজুমান আরা ডেজিসহ সকল সদস্যদের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠান শুরু করে।



    একই সাথে দুই শতাধিক রক্ত দাতাদের রক্ত গ্রুপ পরীক্ষা করা হয়। বিকালে ব্লাড ডোনেটিং ক্লাবের সদস্য ও বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত অতিথিদের নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র্র্যালী প্রদর্শন করে।



    পরে সংগঠনের প্রতিষ্ঠাতা নেজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাসান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসা মোঃ ইলিয়াছ মাতবর , কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস,কে লিটন কুতুবী, সিনিয়র সাংবাদিক এম,এ মন্নান, নজরুল ইসলাম, মোঃ রাসেল, মহি উদ্দিন কুতুবী, নাছির উদ্দিন, মানবিক টিমের শাহাব উদ্দিন, মিসকাত শরীফ, ইউনাইটেড ব্লাড ব্যাংকের এমডি মিজানুর রহমান, আবাম ফাউন্ডেশনের এম,ডি ডেন্টিস্ট রহিমুল্লাহ প্রমুখ।



    আলোচনায় কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা নেজাম উদ্দিন বলেন, ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে ক্লাবের কার্যক্রম শুরু করি। বর্তমানে আমাদের ৫৩ জন সদস্য রয়েছে। এ পর্যন্ত অত্র ক্লাবের অধীনে দুই হাজারের অধিক হত দরিদ্র রোগীকে ফ্রি রক্ত দান ও মানবিক চিকিৎসা খরচের অর্থ সহায়তা করা হয়েছে। আগামীতে এ ক্লাবের সদস্যরা অসহায় মানুষের পাশে দাড়িয়ে আরো অনেক রক্ত দান থেকে শুরু করে সহায়তার কাজে এগিয়ে যাবে।



    আলোচনা শেষে গুনীজনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।



    0Shares

    আরও খবর 30

    Sponsered content