প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ১০:৪৫:০১ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: ‘মুক্তিযুদ্ধের চেতনার প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক সব অন্ধকার’ এ প্রত্যয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম।
তিনি বলেছেন, একাত্তরে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। বিজয়ের পাঁচ দশক পরে এসেও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারা বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যা ছিল আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী ও ত্রিশ লাখ শহীদের স্বপ্ন।
স্বাধীনতার ঊষালগ্নে বাঙালি জাতির বরেণ্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে পাকবাহিনীর দোসর রাজাকার আলবদররা জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলুয়ারা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সেলিম চৌধুরী, কাউন্সিলর রুমকি সেন, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, অ্যাডভোকেট সাইফুন্নার খুশি, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, মো. নাজিম উদ্দিন, পংকজ রায়, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, অ্যাডভোকেট কামরুল আযম, ফারজানা আকতার মিলা, ইঞ্জিনিয়ার সনাতন বিজয়, ডা. ফজলুল সিদ্দিকী, নবী হোসেন সালাউদ্দিন, মোজাম্মেল মানিক, কামাল উদ্দিন, দীপন দাশ, শহিদুল আলম লিটন, আবদুর রহিম, সোহেল ইকবাল, মঈনুল আলম খান, ইমরান মুন্না, নুরুল হোসেন মাসুদ, মো. হোসেন চৌধুরী সাদ্দাম, এমএইচ মানিক, হাসান মুরাদ, ইসমে আজিম আসিফ, মো. ফয়সাল প্রমুখ।
বক্তারা আইন করে স্বাধীনতাবিরোধীদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ৩০ লাখ শহীদের আত্মদানে সশস্ত্র মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস হতে পারে না।