• কক্সবাজার

    হারবাং বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে পাকা ভবন: নীরব ভুমিকায় বন বিভাগ

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ১০:১০:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা চট্টগ্রাম- কক্সবাজার হাইওয়ে সড়কের পূর্ব পাশে হোটেল কক্স ওয়ে ইন রেষ্টুরেন্ট সংলগ্ন বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের বন জমি দখল করে পুরোদমে চলছে বহুতল পাকা ভবন নির্মাণ কাজ।



    সরেজমিনে দেখা যায়, চুনতি রেঞ্জের বিভিন্ন জায়গাতে বনভূমির দখল করে নির্মিত হচ্ছে বহুত ভবন। হোটেল কক্স ওয়ে ইন রেষ্টুরেন্ট পিছনে নির্মাণাধীন ভবনটির দুইতলার পাইলিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। এখন ইট গাঁথুনির কাজ চলছে। আশেপাশে মজুদ রয়েছে ইট, বালি, রডসহ যাবতীয় কাঁচামাল ও সরঞ্জাম।



    স্থানীয়রা বলেন, আরিফ রহমান বাদশা দীর্ঘদিন ভবনটি নির্মাণ কাজ চালিয়ে গেলেও বনবিভাগের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

    আরিফ রহমান বাদশার জানান,তার ভবন নির্মাণের জায়গাটি বনবিভাগের নয় বলে দাবি করেন এবং ভবন নির্মাণকৃত জায়গাটি সরকারি খাস জমি।



    এ বিষয়ে চুনতি রেঞ্জ কর্মকর্তা ও হারবাং বিট কর্মকর্তা জলিলুর রহমান বলেন, গণ্যমাধ্যম কর্মীদের মাধ্যমে বাড়ি নির্মাণের বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। নির্মাণধীন ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



    0Shares

    আরও খবর 30

    Sponsered content