• মহানগর

    নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময়

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ৮:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে মতবিনিময় করেছেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দরা।

    বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধারা মতবিনিময় করেন।শুরুতে নেতৃবৃন্দরা নবাগত ডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।



    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, জেলা ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, পাহাড়তলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহমদ, সদরঘাট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ দাশ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ।



    এসময় জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। দেশের প্রত্যেক আন্দোলন-সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। তাই স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চির অম্লান হয়ে থাকবে।



    তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশ। সরকারের যে কোনও উন্নয়ন কর্মকান্ডে বীর মুক্তিযোদ্ধারা আন্তরিক ছিল বলেই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে সরকারের পাশাপাশি স্বাধীনতার পক্ষের শক্তি সামিল হলে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content