• মহানগর

    বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের অবদান জাতি স্মরণ করবে: শিক্ষা উপমন্ত্রী

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৯:২৮:৩৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন স্মৃতি সংসদ বাকলিয়া থানা কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের স্মরণ সভা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আকবর আলী আকাশের সঞ্চালনায় আজ ২৬নভেম্বর অনুষ্ঠিত হয়।



    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপি।



    অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইব্রাহিম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কাউন্সিলর মোহাম্মদ জাভেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, এম আর আজিম, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহেদুল ইসলাম শাহেদ, অধ্যাপক নাজিম উদ্দিন আহমদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন,এম মাহবুবুল আলম, কুতুব উদ্দিন, জয়নাল আবেদীন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী রাশেদ সরোয়ার, এস এম ওমর ফারুক, সাইফুদ্দিন খালেদ, শেখ নাইম উদ্দিন, শওকত হোসেন, আজগর হোসেন, আমিরুল কাদের চৌধুরী সজিব, রাহুল দাশ, মিজানুর রহমান, শহিদুল ইসলাম বাবু, নাসরিন আক্তার মুন্নি, স্মৃহৃত বড়ুয়া শুভ, ইফতেখার উদ্দিন মিনার, ইসতেয়াক উদ্দিন সৌরভ, মোহাম্মদ জুনায়েদ, শেখ আবু সালেহীন তানভীর, জুবায়ের, আইয়ুব তাসফি , রাশেদ সোলাইমান, মোহাম্মদ সোলায়মান, কাঞ্চন মল্লিক প্রমুখ।



    অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের অবদান অবিস্মরণীয়। অনুষ্ঠানে ২০০জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content