• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে দুইটি অজগর উদ্ধার

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ১০:২০:৩৭ প্রিন্ট সংস্করণ

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা লোকালয় থেকে ১৫ কেজি ও ৮ কেজি ওজনে ৭ ও সাড়ে ৮ ফুট লম্বা দুইটি অজগর সাপকে উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ ।



    মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাজির ঢালায় ধানের কৃষি জমিতে কৃষকরা দেখতে পেলে সাপ দুটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে।



    স্থানীয় কৃষক নুরুল আলম ও সুমন বলেন, সকালে কৃষি জমির ধান কাটতে গেলে অজগর দুইটি চোখে পড়ে। এর আগেও অজগর এসে হাঁস, মুরগী, খেয়ে চলে যায়। পরে সাপ দুটি উদ্ধার করে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখি। বনবিভাগকে খবর দিলে তারা এসে সাপ দুটি নিয়ে যায়।



    বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, সকাল ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে বেতাগী সিরিয়ার মুখ কর্ণফুলী নদীর তীরে জঙ্গলে সাপ দুটি অবমুক্ত করা হয়।



    আরও খবর 27

    Sponsered content