• মহানগর

    মাটিতে নিচ থেকে পাচারকালে ১০ ট্রাক মিট অ্যান্ড বোন মিল জব্দ

      প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৮:১৮:১৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: আমদানি নিষিদ্ধ প্রাণীর বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল (এমবিএম) নামের মাছ ও হাঁস-মুরগির খাবার মাটির নিচে গর্তে ফেলে ধ্বংস করেছিল কাস্টম হাউস। সেই পণ্যটি রাতের আঁধারে চুরির সময় এমবিএম বোঝাই ১০ ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।



    গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, কিছুদিন আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে পাচার করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১০টি ট্রাক জব্দ করা হয়েছে।



    বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে।



    আরও খবর 25

    Sponsered content