• জাতীয়

    ১৫ নভেম্বর থেকে অফিস ৯টা-৪টা

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ১০:২৩:১৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।

    সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

    এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



    মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীত চলে আসায় অফিস টাইম ৮টা-৩টার জায়গায় ৯টা-৪টা করে দেওয়া হয়েছে। এটা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য।

    আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

    সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, স্কুল-কলেজ- এটা ওনাদের কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে।



    বিদ্যুতের জন্য সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এখনো সেটাই আছে। এখন এটা ৯টা-৪টা করে দেওয়া হলো। কারণ, শীতকালে ৮টার সময় অফিসে আসতে অসুবিধা হবে ।

    অফিস সময় এক ঘণ্টা কমিয়ে দেওয়ার কোনো আউটপুট আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আছে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এক ঘণ্টা আগে ছুটি হয়ে যাচ্ছে। তার ফলে ওই সময়টাতে বেশি বিদ্যুৎ বাইরে দেওয়া সম্ভব হচ্ছে।

    এর আগে, গত ২৪ আগস্ট অফিস সময় ৮টা-৩টা করেছিল সরকার।



    0Shares

    আরও খবর 17

    Sponsered content