• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে চার বসতঘর ও দোকান

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ৮:৫২:১১ প্রিন্ট সংস্করণ

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পোমরা হাজীপাড়ায় আগুনে পুড়েছে চার বসতঘর ও দোকান। রবিবার ৩০ অক্টোবর সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।



    ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করলেও ক্ষতিগ্রস্তরা বলছেন।



    স্থানীয় ইউপি সদস্য আখতারুজ্জামান আজাদ বলেন, ক্ষতিগ্রস্তরা হলে ৪ জন মোঃ শাহিন মোঃ আবদুল্লাহ, হোসনে আরা বেগম এবং মুদি দোকানদার রকি একটা কাচা বসত ঘর পুড়ে যাই। দোকানে থাকা টাকা, টিভি, ফ্রিজ মূল্যবান সরঞ্জামসহ দোকানে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদের দাবি সব মিলিয়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।



    রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আগুন লাগার খবরে ফায়ার কর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে।



    আরও খবর 27

    Sponsered content