• খেলাধুলা

    সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ দল

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ৯:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয়ে গেছে। শুরুর ম্যাচেই গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জিতেছে সাকিব আল হাসানের দল। হোবার্টের মিশন শেষে বাংলাদেশ দল এখন অবস্থান করছে সিডনিতে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর তিনটায় ব্রেট লি এবং গ্লেন ম্যাকগ্রার শহরে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ টাইগাররা বিশ্রামে থাকবেন হোটেল হায়াত রিজেন্সিতে।



    বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ওপেনাররা ভালো শুরু এনে দিলেও পরবর্তী ব্যাটসম্যানরা সে ধারা অব্যহত রাখতে পাররননি।



    অবশ্য মিডল অর্ডারে আফিফ হোসেন করেন ৩৮ রান। শেষদিকে মোসাদ্দেকের ২০ রানে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ১৪৪ রান। চ্যালেঞ্জিং স্কোর করার পরে টাইগার বোলাররা দেখিয়েছেন নিজেদের ঝলক। তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা নিজেদের সহায়ক উইকেট পেয়ে হয়ে উঠেছিলেন হিংস্র। যে কারণে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান পেসারদের ভূয়সী প্রশংসা করেছ্বেন।



    বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।



    আরও খবর 16

    Sponsered content