• বিনোদন

    তুরস্কে স্থানীয়দের মতো ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া!

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ১০:৫৫:৪২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: টিভি পর্দার সফল উপস্থাপক ছিলেন। এখন তিনি সিনেমার জনপ্রিয় নায়িকা। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে পা গলান। এরপর দুই বাংলার শীর্ষ তারকাদের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন। পেয়েছেন তারকা খ্যাতি। সবশেষ ‘অপারেশন সুন্দরবন’ দিয়েও ভক্তদের নজর কাড়েন।



    সিনেমার শুটিং, স্টেজ পারফরমেন্স, বিজ্ঞাপনচিত্র-সব মিলিয়ে আজকাল নুসরাত ফারিয়াকে বেশ ব্যস্তই থাকতে হয়। ব্যস্ত জীবন থেকে একটু ছুটি কাটাতেই ১৮ অক্টোবর রাতে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পারফর্ম শেষে তুরস্কে উড়াল দেন এই নায়িকা।

    কাজিনদের সঙ্গে এখন দেশটির নানা দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন ফারিয়া। নিচ্ছেন সেখানকার চমকপ্রদ সব খাবারের স্বাদ।



    সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা পোস্টকে ফারিয়া বললেন, “আমার কাজিনরা থাকে এখানে। আমি ওদের সঙ্গে ছুটি কাটাতে এসেছি। সর্বশেষ তিন-চার মাস ‘ভয়’, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি, বিজ্ঞাপনের শুটিংসহ আরও নানান ব্যস্ততার মধ্যে কেটেছে। সপ্তাহ খানেকের ছুটি পেয়েই এখানে ঘুরতে চলে এসেছি।”



    এই নায়িকা আরও যোগ করেন, ‘এ নিয়ে দ্বিতীয়বার আমি তুর্কিতে এসেছি। মজার বিষয় হলো কাজিনরা থাকায় এখানে নিজেকে একদমই পর্যটক মনে হচ্ছে না। স্থানীয়দের মতো ঘুরে বেড়াচ্ছি। যা আমি খুব উপভোগও করছি।’

    আগামী ২৭ অক্টোবর সকালে ঢাকায় ফিরবেন বলেও জানান নুসরাত ফারিয়া। তারপরই ‘বিবাহ অভিযান-২’ সিনেমার কাজ শুরু করবেন।



    0Shares

    আরও খবর 20

    Sponsered content