• শিক্ষাঙ্গন

    আইআইইউসি’র মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ৯:১৪:১৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সায়েন্সেস অব হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ১ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।



    সম্প্রতি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।প্রধান আলোচক ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।



    প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, সায়েন্সেস অব হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ইলমে হাদীসের ওপর উচ্চতর গবেষণা করতে হবে। বাংলাদেশের আনাচে কানাচে হাদিস শিক্ষার আলো পৌঁছে দিতে হবে।



    সায়েন্সেস অব হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হক নাদভী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. এম শাকের আলম শাওক, ইসলামিক স্কলার ড. মো. আব্দুল্লাহ ফারুক, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন এবং শিক্ষকমণ্ডলী।



    আরও খবর 31

    Sponsered content