প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৯:৩৪:২৭ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: নগরের অক্সিজেন এলাকায় গণপরিবহনের চালক এবং সহকারীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন।
প্রশিক্ষণ কর্মশালায় সহকারী পুলিশ কমিশনার মো. মমতাজ উদ্দিন, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. জহুরুল ইসলাম সরকার, ট্রাফিক পরিদর্শক (বায়েজিদ বোস্তামী) মো. আলমগীর হোসেন, ট্রাফিক পরিদর্শক (চান্দঁগাও) উত্তম কুমার দেবনাথ, ট্রাফিক পরিদর্শক (মুরাদপুর) মো. ইস্রাফিল মজুমদার, ট্রাফিক পরিদর্শক (প্রবর্তক) বিপুল পাল, ট্রাফিক পরিদর্শক (মোহরা) মো. মোশাররফ হোসেন পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং চালক, হেলপাররা উপস্থিত ছিলেন।