• জাতীয়

    সচিবকে অবসরে পাঠানোর কারণ নিশ্চয়ই আছে : তথ্যমন্ত্রী

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৯:১১:৩৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠানোর বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কারণ নিশ্চয়ই আছে।

    বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।



    অবসরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্নিহিত কারণ আমি জানি না। কারণ ছাড়া তো এ ধরনের সিদ্ধান্ত হয় না। কারণ নিশ্চয়ই আছে।

    সচিব আপনার সিদ্ধান্তের বাইরে কাজ করেছিলেন, এমন অভিযোগের কথা শোনা যাচ্ছে- এ বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, এখন কারও ব্যাপারে আমার অভিযোগ-অনুযোগ নেই। আমি সবার সাথে কাজ করতে পারি।



    সরকারের শেষ সময়ে একজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তিনজন পুলিশ কর্মকর্তাকে অবসর দেওয়া হলো। সরকারবিরোধী কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তিনজন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন, উনি বলেছেন তারা কাজ করতেন না। অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় না, সেটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে।



    0Shares

    আরও খবর 17

    Sponsered content