• মহানগর

    আগের অবস্থায় ফিরবে কর্ণফুলীর তীর

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৯:১৩:২৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের একটি দল পরিদর্শন করেছেন। এসময় দায় স্বীকার করে অবৈধ স্থাপনা অপসারণের অঙ্গীকার করেছেন দখলদাররা।



    বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী কোল্ড স্টোরেজ ঘাট পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গালিব চৌধুরী।

    এ সময় ঘাটের চলমান নদী ভরাটের কাজ বন্ধ করে তা দ্রুত উচ্ছেদ করতে নির্দেশ দেওয়া হয়। কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপক নজরুল ইসলাম নদীর অংশ ভরাট করার কথা স্বীকার করে তা দ্রুত উচ্ছেদ করার অঙ্গীকার করেন।



    নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্যার নদী ভরাট বন্ধ ও তা উচ্ছেদ করার বিষয়টি সরাসরি তদারকি করছেন। নদী দখল ও ভরাটকারীদের অবশ্যই উচ্ছেদ করা হবে। আমরা এসব স্থান পরিদর্শন করেছি। দখলদাররা বলেছেন, খুব শিগগিরই তারা এসব স্থাপনা সরিয়ে নেবেন।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content