• মহানগর

    “বিশ্ব মান দিবস” উপলক্ষে বিএসটিআই’র আলোচনা সভা ১৬ অক্টোবর

      প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২২ , ৮:৩৮:৫৮ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: ১৪ অক্টোবর-২০২২ ইং বিশ্ব মান দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্বের সকল দেশে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘Shared Vision for a Better World-Standards for SDGs’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’।



    বিএসটিআই প্রধান কার্যালয়সহ অন্যান্য অফিসের ন্যায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আগ্রাবাদ, চট্টগ্রাম কর্তৃক দিবসটি উদযাপনের লক্ষ্যে সার্কিট হাউজ, চট্টগ্রামে ১৬ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।



    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম’র সভাপতি এস এম নাজের হোসেন।

    এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প মালিক, সমাজ সেবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।



    আরও খবর 25

    Sponsered content