• খেলাধুলা

    দেড় দিনেই হারলো নাসিরের দল

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ১০:৩১:১৫ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: গতকাল থেকে শুরু হয়েছে ২৪তম জাতীয় ক্রিকেট লিগের আসর। শুরুর দিন মিরপুরে প্রথম ইনিংসে দাপট দেখিয়েছিলেন ঢাকার পেসাররা। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া ঢাকার পেসার সুমন খান মঙ্গলবার দ্বিতীয় ইনিংসেও নেন চার উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন রংপুরের ব্যাটার নাসির হোসেন, ফিরেছেন ৫ রান করে।



    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম ইনিংসে ৯২ রানে অলআউট হয় রংপুর বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটার নাদিফ চৌধুরীর ৯০ ও অধিনায়ক তাইবুর রহমানের ৪২ রানের ইনিংসে প্রথম ইনিংসে ঢাকা বিভাগ করে ২১০ রান।



    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ২৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলতে পারে মোটে ৫৬ রানে। ওপেনার মাইশুকুর রহমান ১২ রান করেন। এছাড়া আর কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। ফলে ঢাকা বিভাগ জয় পেয়েছে এক ইনিংস এবং ৬২ রানে।