• বিনোদন

    পা পিছলে পড়ে আহত ‘টাইটানিক’ নায়িকা, হাসপাতালে ভর্তি

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ১০:১৭:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: শুটিংয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    জানা যায়, ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা ‘লি’র শুটিং করছিলেন ৪৬ বছর বয়সী কেট। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এই অভিনেত্রীর।



    কেটের এক প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবার সেটে ফিরবেন।

    এক বিবৃতিতে বলা হয়, ‘কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই সিনেমার শুটিংয়ে ফিরবেন।’



    ফিচার ফিল্মটিতে কেট উইন্সলেট লি মিলারের ভূমিকায় অভিনয় করছেন; যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভোগ সাময়িকীর মডেল থেকে ফটোগ্রাফারে রূপান্তরিত হন। মিলার তার ছবির মাধ্যমে নাৎসিদের বন্দিশিবিরে সংঘটিত নৃশংসতার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ‘লি’ পরিচালনা করছেন এলেন কুরাস।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content