প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ১০:২৫:২৬ প্রিন্ট সংস্করণ
থানচি প্রতিনিধি: বর্তমান সরকারের সময়েই পাহাড়ে সবচেয়ে বেশি উন্নয়ন কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এম.পি)।
তিনি আরো বলেন, উন্নয়নের সুফল সাধারন মানুষের দোড়গোরায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার সকালে মন্ত্রী থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের মনাই পাড়া এলাকায় উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে বৌদ্ধ বিহার, সড়ক নির্মানসহ ৪টি উন্নয়ন কাজের উদ্বোধনকালে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
এ সময় পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ হারুনর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট প্রবীর বিশ্বাস,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা পরিষদ নিবাহী প্রকৌশলী জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু, থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যাগে বলিপাড়া মনাই পাড়া গরীব অসহায় ৬০ জন ছাত্র ছাত্রীকে ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। বিকেলে স্থানীয় টাউন হলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠিত মতবিনিময় সভায় মিলিত হন।