• মহানগর

    পতেঙ্গাস্থ ড্রাইডক যৌথ আবাসিক কলোনিতে হযরত শাহ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ উদযাপন

      প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৮:৫৭:১৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রামের আনোয়ারাস্থ আধ্যাত্বিক সাধক আউলিয়া কেরাম ৭শত বছরের ইসলামিক সাধক হয়রত‌ শাহ মোহছেন আউলিয়া (র:) এর বার্ষিক ওরশ শরিফ উদযাপনে পতেংগাস্থ ড্রাইডক যৌথ আবাসিক কলোনিতে শাহ মোহছেন আউলিয়া ভক্ত আশেকান কমিটির উদ্যোগে ওরশ শরিফ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত কর্মসূচি ২০ জুন,বা্ংলা‌ ৬ই আষাঢ়, মংগলবার বাদে আছর অনুষ্ঠিত হয়েছে।




    এন্তেজামিয়া কমিটির অন্যতম সাংবাদিক শেখ শফিউল হক, গাউছিয়া কমিটির সদস্য মোঃ আবু তাহের, ক্রীড়া সংগঠক মোঃ হামিদুল হক, সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা, আয়োজক কমিটির সদস্য মোঃ হেলাল মিয়া, আলমগীর মিয়া, মোঃ রাসেদ হোসাইন, মোঃ কামাল বাবুর্চি, মোঃ নাসিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




    বিশেষ মোনাজাত পরিচালনা করেন ড্রাইডক কলোনি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাহবুবুর রহমান।

    কর্মসূচিতে হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ অনুষ্ঠান।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content