• মহানগর

    ইপিজেডের সিমেন্ট ক্রসিং এলাকায় পুলিশের অভিযানে ১২০ লিটার দেশীয় মদসহ আটক ১

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৭:০৭:১১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু: হোসেন বাবলা: নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডস্থ সিমেন্ট ক্রসিং এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ করিমের নির্দেশক্রমে সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশ টিম‌ গত ২৮ মে ও একই সূত্র ধরে সম্প্রতি সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ নির্বাণ জ্যোতি চাকমা নামে এক যুবক কে আটক করেছেন।




    ধৃত ব্যক্তিকে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উৎস থেকে চোলাইমদ সংগ্রহ করে ঘটনাস্থল ও আশপাশের এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত ব্যাক্তিকে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।




    এছাড়া এর সাথে আরও জড়িত আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে ইপিজেড থানা পুলিশের কর্তব্যরত ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content