• মহানগর

    অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কে, দগ্ধ রিকশাচালকের মৃত্যু

      প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৯:৪১:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: নগরের অক্সিজেন মোড়ে সড়কের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে সৃষ্ট আগুনে দগ্ধ রিকশাচালকের মৃত্যু হয়েছে।

    রোববার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নাম্বার ওয়ার্ডে তার মৃত্যু হয়। এদিন সকাল পৌনে ১০টার দিকে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের পাশে এ দুর্ঘটনা ঘটে।




    দুর্ঘটনার শিকার জাহেদ আলী (৩৮) নামে ওই রিকশারচালকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি বর্তমানে অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় থাকেন।

    বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে এক রিকশাচালক দগ্ধ হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরে বিকেলের দিকে তার মৃত্যু হয়।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content