• জাতীয়

    আরও বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ১০:৫৭:২৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার (১৯ এপ্রিল) রাত ৯টায় গতদিনের চেয়ে আরও ২২ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হয়েছে। অর্থাৎ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াটে পৌঁছেছে। সবশেষ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট।




    বুধবার (১৯ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

    এর আগে ১৩ এপ্রিল ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করে। তবে আজকের বিদ্যুৎ উৎপাদন তা ছাপিয়ে নতুন রেকর্ড স্থাপন করলো।




    তারও আগে গত ১২ এপ্রিল ও ১১ এপ্রিল রাতেও দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়। ওই দিন বিদ্যুৎ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। আর গত ১১ এপ্রিল রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট।




    আরও খবর 17

    Sponsered content