• পার্বত্য চট্টগ্রাম

    সবুজের কথা’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ১১:২৮:৪৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    থানচি প্রতিনিধি: ২০মার্চ সােমবার সকাল পৌনে নয়টায় থানচি উপজেলা সদরের আমতলী পাড়া মসজিদের শিক্ষার্থীদের নিকট শিক্ষা সামগ্রী প্রদান ও একটি পাঠাগারের কার্যক্রম শুরু করা হয়।




    এতে সঞ্চালনায় ছিলেন আমতলী পাড়া মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন,সভাপতিত্ব করেন চট্টবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং থানচি থেকে অনলাইন চ্যানেল সবুজের কথা এর প্রতিষ্ঠাতা সম্পাদক মােঃ শহিদুল ইসলাম(শহীদ)।




    এসময় উপস্থিত ছিলেন তরুন ব্যবসায়ী ও সমাজ সেবক মােঃরিদােয়ান,পাড়ার মুরব্বী মােঃ মাসুম বিল্লাল।




    সার্বিক পরিচালনায় ছিলেন জননী শিক্ষা উন্নয়ন পাঠাগারের আমতলী পাড়া পরিচালক মােঃ সোহেল। এতে ১৫জন ছাত্র/ছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান এবং জননী শিক্ষা উন্নয়ন পাঠাগারের বই পাঠাগার পরিচালকের নিকট হস্তানন্তর করা হয়।



    0Shares

    আরও খবর 29

    Sponsered content