• সারাদেশ

    ঝিকরগাছায় বীর নিবাস পেলেন ১৪ অস্বচ্ছল মুক্তিযোদ্ধা

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:১৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    আব্দুল জলিল, খুলনা অফিস: ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিকরগাছা সদর উপজেলায় ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে আবাসন বুঝিয়ে দেওয়া হয়েছে।

    বুধবার ১৫ ফেব্রুয়ারি সকালে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এই বীর নিবাস হস্তান্তর কর্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে ঝিকরগাছাতেও ১৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে।



    ঝিকরগাছা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ ঘর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ।



    উপজেলা প্রকল্প কর্মকর্তা শুভাগত বিশ্বাস বলেন, এই প্রকল্পের আওতায় ঝিকরগাছায় ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ঘর পাবেন। তারমধ্যে আজ আনুষ্ঠানিক ভাবে ১৪ জনকে তাদের ঘর বুঝিয়ে দেওয়া হলো। আগামী জুন মাসের মধ্যে বাকী ঘরগুলো নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা যায়।

    অস্বচ্ছল মুক্তিযোদ্ধাগণ সরকারি ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



    আরও খবর 4

    Sponsered content