• বিনোদন

    সরকারি ভাতা পাচ্ছেন সানি লিওন, মাসে ১ হাজার!

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৪ , ১১:০৬:১২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে ১০০০ টাকার ভাতার ব্যবস্থা রাখে সেখানকার স্থানীয় সরকার। সেই প্রকল্পের নাম মাহতারি বন্দন যোজনা; যার সদস্য তালিকার মধ্যে আছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম!

    শুধু তাই নয়, মাসে ১০০০ টাকা করে নিয়মিতই সরকারি ভাতা পেয়েছেন সানি লিওন। একে একে উঠিয়েছেন মোট ১০ হাজার টাকা! সেই ভাতাগ্রহীতার স্বামীর নাম আবার জনি সিন্স!

    সম্প্রতি ছত্তিশগড়ের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। অনেকে মনে করেছেন, তারকা সানি লিওনের অর্থের এতই প্রয়োজন যে তাকে সরকারি নারী ভাতা গ্রহণ করতে হচ্ছে! এ নিয়ে শুরু হয় তদন্ত। জানা যায়, আদতে সানি লিওন নামে একটি একাউন্ট খুলে এই ভাতার সেবা নিচ্ছিলেন এক যুবক। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্রের খবর, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে সেই অভিযুক্ত ব্যক্তি একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন; সেই অ্যাকাউন্টে খোলা হয়েছে মূলত অভিনেত্রী সানি লিওনের নামে। বলা বাহুল্য, এর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই।

    ইতোমধ্যে সেই অ্যাকাউন্টটি জব্দ করেছে প্রশাসন। পাশাপাশি, এখনও পর্যন্ত ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা জমা পড়েছে, তা যাতে সরকারের ঘরে ফেরানো যায়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content