প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ
মো: শহিদুল ইসলাম শহিদ: থানচিতে ১৬ ডিসেম্বর ২০২৪ ইংরেজী মহান বিজয় দিবস পালিত হয়েচে। উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে তোপধ্বনি পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী এর সভাপতিত্বে উক্ত আয়োজনে থানচি উপজেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ৩১ বার তোপধ্বনি অনুষ্ঠিত হয় তোপধ্বনির পরবর্তী কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় থানচি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন, এলজিইডি প্রকৌশলী মোঃ ইমদাদুল হক,থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় থানচি উপজেলা প্রশাসন, থানচি থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানচি কলেজ ও বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক পুষ্পস্তবক অর্পন করেন, থানচি কলেজ, স্থানীয় সাংবাদিকবৃন্দ।
থানচি থানা,পুলিশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস কর্তৃক জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
উপজেলা টাউন হলে বিজয় মেলা , সন্ধ্যার পরে শিশু কিশোরদের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন।