প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ১১:০০:৩৯ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন করার জন্য জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নাজিরহাট পৌরসভার কার্যালয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই প্রতিপাদ্যের সামনে নিয়ে ৫ ডিসেম্বর বেলা১ টার সময় নাজিরহাট পৌরসভায় শুন্য হতে ০১ বছর পর্যন্ত সকল শিশুদের অনলাইন জন্ম নিবন্ধন করণের প্রয়োজনীয়তা ও কর্মপদ্ধতি জনগণকে অবহিত করন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় নাজিরহাট পৌরসভার ওয়ার্ড পরিবার কল্যান সহকারীবৃন্দ, সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ ও স্বাস্থ্য সহকারীদের উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নাজিরহাট পৌর এলাকায় শুন্য থেকে ০১ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্ম নিবন্ধন করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসানুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা: অনিক গুহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মণ্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মোঃ আবদুল শহিদ ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছফি উল্লাহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।