• বিনোদন

    বিবেকানন্দ সঙ্গীত নিকেতনে অভিভাবক সমাবেশ

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ৮:৪৬:০৫ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ: চট্টগ্রাম নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত রহমতগঞ্জে বিবেকানন্দ সঙ্গীত নিকেতনে গত ৮ ও ৯ নভেম্বর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাপ্পী দাশের সঞ্চালনায় বিবেকানন্দ সঙ্গীত নিকেতনে অধ্যক্ষ শিল্পী মানু মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত।

    বিশেষ অতিথি ছিলেন রাম- কৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সাধারণ সম্পাদক তাপস হোড়।

    আলোচক ছিলেন বিবেকানন্দ বিদ্যানিকেতনের অধ্যক্ষ নারায়ণ কান্তি চৌধুরী। শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অন্তরা দাশ ও শিল্পী অরুন নাথ।

    বক্তারা সঙ্গীত নিকেতনের নিজস্ব ভবন, মাল্টিমিডিয়া ক্লাস রুম, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত কণ্ঠ সঙ্গীতে রয়েছে উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, তবলা, নৃত্য, গিটার, চারুকলা,আবৃত্তি সহ সকল বিভাগে প্রায় আট শত শিক্ষার্থীদের মাঝে নিয়মিত তালিম দিচ্ছে। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নবনীতা চৌধুরী, সহজলভ্য ভাবে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করতে পেরে অনেকের আগ্রহ বেড়েছে জানান এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

    শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত বলেন, ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের দেখে মন ভরে যায় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন চর্চা অব্যাহত রাখলে ভবিষ্যতে বিবেকানন্দ সঙ্গীত নিকেতনে শিক্ষার্থীরা দেশে বিদেশে সুনাম অর্জন করতে পারবে।

    তিনি আরো উল্লেখ করেন, চট্টগ্রাম এর অনেক গুনী শিল্পী বিভিন্ন মিডিয়াতে কাজ করছে।

    বিশেষ অতিথির বক্তব্যে সম্পাদক তাপস হোড় বলেন, অভিভাবকরা আমাদের সাথে থাকলে অনেক দুর এগিয়ে যাবো, সঙ্গীত শিক্ষার মাধ্যমে কোমলমতি শিশুদের শিক্ষিত করে তোলতে পারলে সমাজ থেকে বিশৃঙ্খলা চলে যাবে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে এই সঙ্গীত নিকেতনে ।

    বিবেকানন্দ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ নারায়ণ কান্তি চৌধুরী বলেন, শিক্ষার মান সম্পর্কে যাচাই বাছাই না করে যেখানে সেখানে ভর্তি করালে, মান সম্মত শিক্ষা গ্রহণ না করলে প্রতিযোগিতা মূলক কাজে পিছনে পরে থাকবে কাজে তাই অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আগামী প্রজম্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে সকলের সহযোগিতা কামনা করেন। ক্লাসের বিভিন্ন দিক তোলে ধরেন শিক্ষকরা, আগামীতে জাতীয় ও বিভিন্ন অনুষ্ঠান গুলো প্রত্যেকের অংশ গ্রহণ বাধ্যতা মূলক করবে উল্লেখ করেন।

    আরও খবর 20

    Sponsered content