• অর্থনীতি

    বিশ্বের ১০০ কনটেইনার পোর্টে চট্টগ্রাম আবারও ৬৭তম

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৫:৪১:২১ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: বিশ্বের সেরা ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর ৬৭তম অবস্থান ধরে রেখেছে। ২০২৩ সালের কনটেইনার পরিবহনসহ বিভিন্ন সূচকের প্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।

    গত ১২ আগস্ট এ তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষ স্থানে রয়েছে চীনের সাংহাই।




    তালিকায় ভারতের মুন্দ্রা বন্দরের অবস্থান ২৪তম এবং জহরলাল নেহেরু বন্দর ২৭ তম।

    লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরে ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউ’স (২০ ফুট হিসেবে) কনটেইনার ওঠানামা করেছে। ২০২২ সালে যা ছিল ৩১ লাখ ৪২ হাজার ৫০৪।

    বন্দর ব্যবহারকারীরা বলছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, অর্থনৈতিক মন্দা, বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি, ডলার সংকট, দেশের ভেতর ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়াসহ নানা কারণে ২০২৩ সালে বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। যার প্রভাব পড়েছিল দেশের প্রধান সমুদ্রবন্দরের কনটেইনার পরিবহনেও।




    চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ২০২৩ সালে বন্দরের কার্যক্রমের ওপর লয়েডস লিস্ট তালিকা প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর তাতে ৬৭তম অবস্থান ধরে রাখাটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। আমরা আশা করছি সেবার মান বাড়িয়ে চট্টগ্রাম বন্দর ক্রমান্বয়ে আরও ভালো করবে।




    আরও খবর 13

    Sponsered content