• মহানগর

    পদত্যাগ করলেন চবি উপাচার্য

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৪ , ৪:৩৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া চবির রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

    সোমবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।




    তিনি বলেন, রোববার রাতে তিনি (ড. মো. আবু তাহের) পদত্যাগপত্রটি মেইলে পাঠিয়েছেন।এছাড়া অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন।




    এর আগে ৯ আগস্ট থেকে উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে উপাচার্যের বাংলো, কার্যালয়, প্রক্টর ও প্রভোস্টদের কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। তোপের মুখে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্টের পর এবার উপাচার্য নিজেই পদত্যাগ করলেন। তবে এখনো পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে (একাডেমিক) ও অধ্যাপক সেকান্দর চৌধুরী (প্রশাসনিক)।




    আরও খবর 25

    Sponsered content