• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়া সদর ইউনিয়নের ৪,৫,৬,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৯:১৩:৪৮ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন ৪,৫,৬ এবং ৭ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন একই সাথে সম্পন্ন হয়েছে।

    বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের কালোয়ার পাড়া সংলগ্ন আমির হামজা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।



    প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

    উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক আবছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এম.এস মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল হামিদ বেঙ্গল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম কামাল উদ্দিন, উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হামজা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহেনা আকতার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু ইউসুফ, কার্যনির্বাহী সদস্য নুরুল হক কন্ট্রাক্টর, আবছার আহমদ, আওয়ামী লীগ নেতা কাজী রায়হান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তৌহিদুল হাসান, উপজেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি বদরুল হায়দার, সাংগঠনিক সম্পাদক পারভেজ কোম্পানি, দক্ষিণ জেলা তাঁতীলীগের সাবেক সদস্য মুহাম্মদ আলিম উদ্দিন প্রমুখ।



    এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন।

    দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

    এতে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে কফিল উদ্দিন ও নজরুল ইসলাম দুজন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুস, জহির আহমদ ও আকতার উদ্দিন তিনজন প্রার্থী হওয়ায় কাউকে নির্বাচিত করা সম্ভব হয়নি।



    এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন শওকত হোসেন চৌধুরী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ওমর ফারুক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহেদুল ইসলাম।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচত নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান।

    আরও খবর 28

    Sponsered content