• জাতীয়

    আজ পবিত্র ঈদুল ফিতর

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৪ , ১:৩০:০৪ প্রিন্ট সংস্করণ

    0Shares
    xr:d:DAGCAa2nF1I:10,j:3973725187971781049,t:24041009

    চট্টবাণী ডেস্ক: আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার মুসলিম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশ আশপাশের বহু দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদুল ফিতর উদযাপন করবেন।

    বুধবার সন্ধ্যার পর থেকেই টেলিভিশন এবং রেডিওতে বেজে চলে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ…।’

    রমজান শুরু হয়েছে গত ১২ মার্চ মঙ্গলবার। ৩০ রমজান পূর্ণ করে আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।




    ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রেওয়াজ অনুযায়ী ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে।

    প্রধান জামাতে ঈমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন।




    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ বার্তায় দেশের সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তায়।

    তাতে বলেছেন, ঈদ মানে আনন্দ। আসুন, আমরা আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।




    এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content