• তথ্যপ্রযুক্তি

    রোবটিক্স গবেষণা, উদ্ভাবন ও কার্যক্রমের স্বীকৃতি পেল তরুণ বিজ্ঞানী লোহাগাড়ার নোবেল

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ , ৯:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: দীর্ঘ ৬ বছর ধরে বাংলাদেশে রোবটিক্স নিয়ে গবেষণা, উদ্ভাবন ও কার্যক্রমের স্বীকৃতি পেয়েছে লোহাগাড়ার কৃতি সন্তান তরুন বিজ্ঞানী প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেল।

    বুধবার ১৬ নভেম্বর সন্ধ্যায় National Museum of Science & Technology হতে একটি স্বীকৃতি সনদ দেওয়া হয়েছে।



    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মুনীর চৌধুরী আনুষ্ঠানিকভাবে জাহেদ হোসাইন নোবেলের হাতে এ সনদটি তুলে দেন।

    তরুণ বিজ্ঞানী প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেল জানান, আমার মেধা, দক্ষতা ও পরিশ্রমকে মূল্যায়ন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে আমাকে স্বীকৃতি সনদ প্রদান করায় আমি শ্রদ্ধেয় মুনীর চৌধুরী স্যারের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়কে ধন্যবাদ জানাচ্ছি।



    উল্লেখ্য, জাহেদ হোসাইন নোবেল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স বিভাগ থেকে কৃতিত্বের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বর্তমানে চায়না শেনডং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি.এস.সি, মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন।



    আরও খবর 18

    Sponsered content