• পার্বত্য চট্টগ্রাম

    থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২২ , ১০:১৭:১৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ, থানচি: বাংলাদেশ আওয়ামী লীগ থানচি উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলে সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা এতে সার্বিক পরিচালনা করেন থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো।



    এতে প্রধান অতিথি বান্দরবান পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক বান্দরবান জেলা শাখার হ্লা থোয়াই হ্রী মারমা।



    বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিৎ কান্তি দাশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ।

    দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ থানচি উপজেলা শাখার সম্মেলনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-




    সভাপতি থোয়াইহ্লা মং মারমা,সাধারণ সম্পাদক অং প্রু ম্রো। সহ সভাপতি ওবামং মারমা,মোঃ মহসিন,অলসেন ত্রিপুরা।




    যুগ্ন-সম্পাদক রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি),জিয়া অং মারমা।সাংগঠনিক সম্পাদক সিমন ত্রিপুরা,উসাই অং মারমা।

    সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।



    সম্মেলনে বক্তব্য প্রদানকালে নেতাকর্মীরা বলেন দল যাদেরকে নির্বাচিত করবে দলের স্বার্থে আমরা তাদেরকে নিয়ে কাজ করবো,এতে দলের অঙ্গ সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content