প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ১২:২১:৪৭ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী ডেস্ক: নবনির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আর উপনেতা হয়েছেন ওই দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে রোববার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলনেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২২৪ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে দল হিসেবে জাতীয় পার্টি লাঙল প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ ১১ আসনে জয়লাভ করেছে। ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এজন্য কারা বিরোধী দল হবে এ নিয়ে এতদিন ধরে নানা আলোচনা চলছিল।