• পার্বত্য চট্টগ্রাম

    সপ্তমবাবের মত হ্যাটট্রিক করলেন বীর বাহাদুর উশৈ সিং

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১০:৪৯:২২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: দ্বাদশ সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ সিং। তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ৬৭১ ভোট।তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট।




    রোববার (৭ জানুয়ারি) রাত দশটায় রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

    এ সময় তিনি বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিং কে বিজয়ী ঘোষণা করেন। জেলায় মোট ৬৪ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।




    এরআগে, সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।




    প্রসঙ্গত, বান্দরবান ৩০০ নম্বর আসনে মোট ভোটার দুই লাখ ৮৮ হাজার ৩০ জন। আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content