• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১২:৫২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মোঃ শহিদুল ইসলাম শহীদ: এনজিও সংস্থা বিএনকেএস এর আয়োজনে ও বিএসআরএম এর সহযোগীতায় উপজেলার বিদ্যামনি পাড়াতে অসহায় দু:স্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ঔষুধ বিতরণ করা হয়েছে।




    ২০ সেপ্টেম্বর বুধবার সকাল দশটা হতে দিনব্যাপী ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন বিএনকেএস উপ-নির্বাহীপরিচালক উবানু মারমা,ম্যানেজার ভানুনসিয়াম বম,প্যারামেডিক উবাথোয়াই মারমা, অর্গানাইজার শ্যামসন বম,থানচি সদর হাসপাতালের ডাঃ মিহরাব আল রহমান,সিনিয়র স্টাফ নার্স উসুই সিন মারমা।




    এসময় বিদ্যামনি পাড়াসহ মারমা ম্রো কয়েকটি পাড়ার লোকজন স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content