• খেলাধুলা

    বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ১০:৪১:০২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক : আগের ম্যাচের দারুণ পারফরম্যান্স এই ম্যাচে ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। আয়ারল্যান্ডের মেয়েরা অবশ্য খেলেছে ধীরগতিতেই।

    তবে ফিফটির দেখা পেয়েছেন কেবল লাউরা ডিলানি। সঙ্গে অরলার ৪১ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় তারা।

    পাকিস্তানের লাহোরে মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ০ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩৫ রান।

    টস জিতে আগে ব্যাট করতে নামা আইরিশ মেয়েদের শুরুটা হয় সারাহ ফোর্বসকে (৪) হারিয়ে। তবে দ্বিতীয় উইকেটে এই ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন গ্যাবি লুইস ও আমি হান্টার। দুজনে গড়েন ৫০ রানের জুটি। এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। গ্যাবিকে ২৪ রানে ফেরান তিনি। এরপর বেশিক্ষণ টেকেননি হান্টার। ৩৩ রান করে রান আউট হন তিনি।

    চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন অরলা ও লাউরা। ৮৯ বলে ৭২ রান যোগ করেন তিনি। ৪১ রানে অরলাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া। তবে ৫৫ বলে ঠিকই ফিফটি তুলে নেন লাউরা। ৭৫ বলে ৬৩ রান করে তিনি ফিরলে বাকিরা ঠিকঠাক লড়াই করতে পারেনি। শেষদিকে ১৭ বলে ২৪ রানের দারুণ ইনিংসে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন আরলেন কেলি।

    বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৯ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া। ৮ ওভারে ৫০ রান দিয়ে দুটি উইকেট পান ফাহিমা। একটি উইকেট শিকার করেন জান্নাতুল।

    0Shares

    আরও খবর 16

    Sponsered content