• জাতীয়

    পাঁচ কোটির সম্মেলনে বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩১০০ কোটি টাকার

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ১০:৩২:১৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: চলতি এপ্রিল মাসের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত চারদিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিনিয়োগ সম্মেলনে তিন হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্মেলন করতে ব্যয় হয়েছে পাঁচ কোটি টাকা।

    এর মধ্যে সরকারের ব্যয় এক কোটি ৪৫ লাখ টাকা। বাকি ৪ কোটি ৫৫ লাখ টাকা খরচ বহন করেছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি সম্মেলন কেন্দ্রে এ তথ্য জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

    বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সংখ্যার দিক থেকে বিনিয়োগের এই পরিমাণ কম হলেও বহির্বিশ্বের বিনিয়োগকারীদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সম্ভব হয়েছে। ইনভেস্ট সামিটে ৫০ দেশে ৭১০ জন অতিথি এসেছেন। এর মধ্য বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী মিলে ৪১৫ জন, বাকি অতিথি ছিলেন দেশের।

    তিনি বলেন, অনেক দেশের বিনিয়োগকারী নিজ দেশে বসে মনে করতেন, বাংলাদেশ একটি উচ্চ জনসংখ্যা অধ্যুষিত দুর্যোগ দুর্বিপাকে বিপর্যস্ত দেশ। নিজ চোখে দেখে তাদের এ ভুল ভাঙল। এজন্য তাদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ঘুরে দেখানো হয়েছে।

    দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান। তিনি জানান, রোববার (১৩ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিডা ও বেপজার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ সিদ্ধান্ত হয়।

    বাতিলের সিদ্ধান্ত নেওয়া সরকারি ৫টি ইকোনমিক জোন হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) ও ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)। আর বেসরকারি ৫টি ইকোনমিক জোন হলো- গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) ও সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content