• বিনোদন

    মেয়ের বলিউড অভিষেক নিয়ে যা বললেন কাজল

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ১১:১৬:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক:বলিউড তারকাদের মধ্যে অনেকের সন্তান অভিনয়ে নাম লিখিয়েছেন। যারা নিয়মিত সিনেমায় কাজ করেছেন।সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, সুহানা খান কিংবা রাশা থাডানি সবারই বলিউড অভিষেক হয়েছে।

    বেশ কয়েক বছর ধরেই জল্পনা কাজল ও অজয় দেবগন দম্পতির কন্যা নিসা দেবগনের বলিউড অভিষেক নিয়ে। যদিও গেল কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে। বিভিন্ন সময় গায়ের রং নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তাই ২২ বছরের মেয়ে ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপাতত বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

    তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন কাজল। নতুন প্রজন্মের অভিনেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। বর্তমান সময়ে বলিউডে সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারের রমরমা। অভিনয় দুনিয়ায় থাকতে গেলে কি নিজের বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন? এই প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী।

    কাজল বলেন, দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে নাক বদলান, কেউ বলবে হাত বদলান, গায়ের রং বদলান, হাজার লোকের হাজার কথা। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটা যেন না হয়।

    এ প্রসঙ্গেই নতুনদের উদ্দেশে কাজল পরামর্শ দিয়ে বলেন, সৃষ্টিকর্তা তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তার পরেও কোনও পরিবর্তন চাইলে রূপটান তো রয়েইছে।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content