• সারাদেশ

    শার্শার রঘুনাথপুর শহীদ জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৫ , ৯:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায় শহীদ জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়ে রঘুনাথপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় দেশের সেনাবাহিনী, জাতীয় দল এবং বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের অংশগ্রহণ করতে দেখা যায়।

    টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাহাত ট্রেডার্স বনাম গাজিপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এ সময় আলোর প্রদীপ, সাতক্ষীরা, গাজিপুর এবং রাহাত ট্রেডার্স একাদশ নামে চারটি দল ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। প্রত্যেকটি দল তিনবার করে লড়াই করে। শেষ লড়াইয়ে খেলায় রাহাত ট্রেডার্স একাদশ ২৫-১৭ পয়েন্ট ব্যবধানে গাজিপুর একাদশ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

    শহীদ জিয়া ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ,এক বিএনপির এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, বিএনপির সদস্য বেলায়েত হোসেন ও ইয়ারব হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান ও সজিবুর রহমান।

    খেলায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় বিজয়ী দল রাহাত ট্রেডার্সকে কাপসহ ৫০ হাজার টাকা এবং রানার্স আপ গাজিপুর একাদশকে কাপসহ ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

    0Shares

    আরও খবর 4

    Sponsered content