• জাতীয়

    ৯ দিনের টানা ছুটি শেষে রোববার খুলছে অফিস-ব্যাংক

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ১১:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: ঈদের ছুটি শেষে আগামী রোববার (৬ এপ্রিল) খুলছে অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সচিবালয় ও অন্যান্য সরকারি অফিস খোলার পাশাপাশি রোববার থেকে খুলছে ব্যাংক ও পুঁজিবাজার।

    একটানা নয় দিন বন্ধ থাকার পর এদিন সকাল ১০টা থেকে আগের মতো লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অন্যদিকে পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।

    এবার ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ সোমবার। এবছর ঈদের আগে ও পরে মিলিয়ে পাঁচ দিন সরকারি ছুটি থাকে। কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ৪ ও ৫ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা নয় দিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দের মুহূর্ত কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিতে শনিবার থেকেই রাজধানীমুখী হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    অবশ্য এই নয় দিন পুঁজিবাজার সম্পূর্ণ ছুটিতে থাকলেও তৈরি পোশাক শিল্প এলাকায় ব্যাংক সীমিত পরিসরে খোলা ছিল ঈদের আগের দিন ৩০ মার্চ পর্যন্ত। এ ছাড়া ছুটির সময়ে এটিএম বুথ, এমএফএস, কিউ আর কোড ও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপগুলো সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে ঈদের ছুটির মধ্যেও সমুদ্র, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো খোলা ছিল।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content