• আন্তর্জাতিক

    বিমসটেক সম্মেলনের নৈশভোজে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ১১:২৬:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন।

    প্রধান উপদেষ্টা নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

    নৈশভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সারিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশাপাশি বসতে দেখা গেছে।

    বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ ব্যাংকক পৌঁছান।

    সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

    আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূস আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে।

    ওই দিনই (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

    0Shares

    আরও খবর 15

    Sponsered content