• খেলাধুলা

    রেকর্ড ৫২৮ রানের ম্যাচে হায়দরাবাদের জয়

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ১০:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: রানবন্যার এক ম্যাচ দেখলো হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। দুই মিলে তুললো ৫২৮ রান।এমন রানবন্যার ম্যাচে স্বাগতিক দর্শকদের হতাশ হতে হয়নি। কারণ রানবন্যায় তাদের দল সানরাইজার্স হায়দরাবাদ নয়, ভেসে গেছে রাজস্থান রয়্যালস।

    ২০২৫ আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ ৪৪ রানে জিতেছে হায়দরাবাদ। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৬ রানের অবিশ্বাস্য সংগ্রহ পায় তারা। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২৪ সালে ৩ উইকেটে ২৮৭ রানের রেকর্ডটিও একই দলের। এমনকি ২০২৪ সালেই তাদের ৩ উইকেটে ২৭৭ রান আছে তালিকার তিনে।

    জবাবে ২৪২ রান করে রাজস্থান। এটি তাদের ইতিহাসে সর্বোচ্চ রান। এর আগে ২০২০ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২২৬ রান করেছিল তারা। দুই দল মিলে ৫২৮ রান, আইপিএলের কোনো ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ডেও আছে হায়দরাবাদের নাম। ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫৪৯ রান তুলেছিল তারা।

    হায়দরাবাদের বিশাল সংগ্রহের মূল নায়ক ইশান কিশান। ৪৭ বলে ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এই রান করার পথে তিনি ১১টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া ৩১ বলে ৬৭ রান করেছেন ট্রাভিস হেড। বল হাতে ৪ ওভারে ৭৬ রান খরচ করেছেন রাজস্থানের জফরা আর্চার। আইপিএল কামব্যাকে এত রান আর কেউই খরচ করেননি।

    জবাব দিতে নামা রাজস্থানকে সাঞ্জু স্যামসন (৩৭ বলে ৬৬ রান) ও ধ্রুব জুরেল (৩৫ বলে ৭০ রান) স্বপ্ন দেখাচ্ছিলেন। ১৪ ওভারেই ৪ উইকেটে ১৬১ রানে তুলে ফেলেছিল সফরকারীরা। কিন্তু পরের ওভারের দ্বিতীয় বলেই জুরেল বিদায় নিলে রানের গতি কমে আসে। শেষদিকে শিমরন হেটমায়ার (২৩ বলে ৪২ রান) ও শুভম দুবে (১১ বলে অপরাজিত ৩৪) হারের ব্যবধান অনেকটা কমাতে সক্ষম হন।

     

    0Shares

    আরও খবর 16

    Sponsered content