প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৯:৩৬:৩২ প্রিন্ট সংস্করণ
শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ আলী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার দুপুরে আটক আসামীর বসত বাড়ির সামনে থেকে গাজাঁর চালান টি আটক করা হয়।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় বেনাপোল পোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া, এসআই আমির হোসেন,এএসআই ইমামুল হক সঙ্গীয় ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নামাজ গ্রামে অভিযান চালিয়ে আলী হোসেন(৫০),পিতা- মৃত আবুল হোসেন, সাং- নামাজগ্রাম,থানা- বেনাপোল,জেলা- যশোর এর বসত বাড়ীর সামনে থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।ডিউটি অফিসার এএসআই ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।